জামাতভিত্তিক পাঠ্যবই (দরসি কিতাব), নির্ভরযোগ্য উৎস, এবং সহজ ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের ও শিক্ষকদের মাঝে একটি আত্মিক ও ইলমি যাত্রায় সংযুক্ত করে।
ইলম অর্জন ও জ্ঞান চর্চাকে সহজ করণ ও সবার আয়ত্তের ভেতর নিয়ে নিয়ে আসাই আামদের প্রথম লক্ষ্য।
প্রথম দিন থেকেই, দিরাসাহ শুধু একটি প্রজেক্ট নয় — এটি ছিল এক স্বপ্ন ও দীর্ষ প্রচেষ্টার নাম। লক্ষ্য কেবল সবার জন্য ইলমের দুয়ার উন্মুক্ত, সহজ, বিশুদ্ধ ও মানসম্পন্নভাবে পৌঁছে দেওয়া। আমরা প্রতিটি কাজ করি পূর্ণ উদ্যমতার সাথে — কারণ এটা শুধু কাজ না, এটাই দিরাসাহ’র পন্থা।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
ইসলামী তুরাসের সহজ ও সঠিক উপস্থিতি নেট দুনিয়ায় একেবারে নেই—তা নয়। অনেক উদ্যোগ আছে, তবে বাংলায় যা দরকার, তা এখনও পূর্ণ হয়নি। যদি আল্লাহ তাওফিক দেন তাহলে ইনশাআল্লাহ এই শূন্যতাটুকু দিরাসাহ পূরণ করবে। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দ্যেশ্য মহৎ ও বৃহত।
আমাদের পরবর্তী অধ্যায় — আত্মিক বিপ্লব।

নবীজির জীবনী সহজ টাইমলাইন ও মানচিত্রের মাধ্যমে

বিজ্ঞ ব্যাক্তির মাধ্যমে ট্যাকনিকাল ও দ্বীন শিক্ষা কোর্স পরিচালনা